Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যত পরিকল্পনা

উপজেলা বার্ষিক কৃষি সম্প্রসারণ পরিকল্পনা ২০১৯

 

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

মৌলভীবাজার সদর

 

 

মৌলভীবাজার সদর উপজেলার মানচিত্র

মৌলভীবাজার জেলার প্রাণকেন্দ্র হচ্ছে মৌলভীবাজর সদর উপজেলা, যার নাম করণ মৌলভীবাজার নামানুসারে। জেলা হিসেবে মৌলভীবাজার অভিষিক্ত হয় ১৯৮৪ সালে। মৌলভীবাজার সদর উপজেলা (মৌলভীবাজার জেলা) আয়তন: ৩৪৪.৩৪ বর্গ কিমি। অবস্থান: ২৪°২৪´ থেকে ২৪°৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৩৬´ থেকে ৯১°৫১´ পূর্ব দ্রাঘিমাংশ। উপজেলার উত্তরে রাজনগর উপজেলা এবং সিলেটের বালাগঞ্জ উপজেলা, পূর্বে কমলগঞ্জ উপজেলা, দক্ষিণে শ্রীমঙ্গল উপজেলা, পশ্চিমে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা অবস্থিত।  জনসংখ্যা ২৮১৫৯৩; পুরুষ ১৪৫১৫১, মহিলা ১৩৬৪৪২। মুসলিম ২৩৫৬০৪, হিন্দু ৪৫৫০০, বৌদ্ধ ১৫৩, খ্রিস্টান ১৭ এবং অন্যান্য ৩১৯ প্রশাসন থানা গঠিত হয় ১৮৮২ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে। পৌরসভা গঠিত হয় ১৯৩০ সালে। মৌলভীবাজার সদরের শাহ মোস্তফা রোডে রয়েছে আবহাওয়া পর্যবেক্ষণের জন্য একটি উপকেন্দ্র। ডপলার পদ্ধতিতে উন্নীত করা এই আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি তৈরিতে অর্থসহায়তা দিয়েছে জাইকা

প্রধান রপ্তানিদ্রব্য নাগা মরিচ, চা। স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৪৮.৯০% (শহরে ৮৫.১১% এবং গ্রামে ৪২.৭৫%) পরিবার স্বাস্থ্যকর এবং ৪১.১১% (শহরে ১২.৬৪% এবং গ্রামে ৪৫.৯৫%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ৯.৯৯% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই। স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল ১, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ১, ইউনিয়ন ও পল্লী স্বাস্থ্যকেন্দ্র ১, পরিবার কল্যাণ কেন্দ্র ১, মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্র ১, যক্ষ্মা হাসপাতাল ১, ডায়াবেটিক হাসপাতাল ১, পুলিশ হাসপাতাল ১, কারাগার হাসপাতাল ১, চক্ষু হাসপাতাল ১, মিশনারি ক্লিনিক ১, ক্লিনিক ১৪।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৪৪.৮৫%, ভূমিহীন ৫৫.১৫%। শহরে ৪০.০৩% এবং গ্রামে ৪৫.৬৭% পরিবারের কৃষিজমি রয়েছে। প্রধান কৃষি ফসল ধান, চা, পান, নাগা মরিচ, সাতকরা, শাকসবজি। বিলুপ্তপ্রায় ফসল হচ্ছে পাট। প্রধান ফল-ফলাদি কাঁঠাল, আনারস, আম, লিচু, কলা, নারিকেল, সুপারি, কালোজাম, কামরাঙ্গা, বাতাবী লেবু। মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার এ উপজেলায় মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগি খামার রয়েছে। যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ২৭৩ কিমি, কাঁচারাস্তা ১৭৬ কিমি; নৌবন্দর ১ (শেরপুর)। হাটবাজার ও মেলা হাটবাজার ৪০, মেলা ৫। মৌলভীবাজার, দিঘিরপার বাজার, সরকার বাজার, শেরপুর বাজার, কামালপুর বাজার, শমসেরগঞ্জ বাজার ও শিমুলতলা বাজার এবং শাহ মোস্তফা মেলা, শেরপুর মাছের মেলা, মঙ্গলচন্ডীর অষ্টমীর মেলা, বস্ত্রমেলা, বাণিজ্য মেলা উল্লেখযোগ্য।

 

সুব্রত কান্তি দত্ত

 উপজেলা কৃষি অফিসার

মৌলভীবাজার সদর