Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Farmers assembly in moulvibazar sadar upazila to cultivate the fallow and unused land
Details

১০/০৭/২০২৩ খ্রিঃ তারিখে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের খালিশপুর গ্রামে অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনয়নে কৃষকদের সাথে মতবিনিময় এর লক্ষ্যে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম মহোদয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প এর অর্থায়নে সদর উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে মৌলভীবাজার সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার জনাব এস. এম. নাগিব মাহফুজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সামছুদ্দিন আহমদ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার; জনাব নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, অতিরিক্ত উপপরিচালক (পিপি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার; জনাব সাদিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার সদর; জনাব মোঃ আপ্পান আলী, চেয়ারম্যান, কামালপুর ইউনিয়ন। কৃষি সম্প্রসারণ অফিসার জনাব ইলিয়াস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা কৃষি অফিসের সকল উপসহকারী কৃষি অফিসারবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রায় ২৫০ জন কৃষক-কৃষাণী। অনুষ্ঠানে বক্তারা অনাবাদি জমি আবাদের আওতায় আনতে কৃষকদের সচেষ্ট হওয়ার পরামর্শ প্রদান করেন। আসন্ন রোপা আমন মৌসুমে স্বল্পজীবনকালীন জাতের ধান আবাদ করে পরবর্তীতে সরিষা আবাদ করবেন এবং নিজেদের বসতবাড়ি ও এর আশেপাশের জায়গায় বিভিন্ন ফসল আবাদ করবেন বলে মতামত ব্যক্ত করেন উপস্থিত কৃষকেরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মহোদয় খালিশপুর এতিমখানা প্রাঙ্গণে একটি আমের চারা রোপন করেন ও পরবর্তীতে প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন।

Attachments
Publish Date
13/07/2023
Archieve Date
31/07/2025