Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মৌলভীবাজার সদর উপজেলায় অদ্য ০৫/১১/২০২৩ খ্রিঃ তারিখে ২০২৩-২৪ খ্রিঃ অর্থবছরের রবি/২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মুগ ও বোরো (হাইব্রিড ও উফশী) ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত
বিস্তারিত
মৌলভীবাজার সদর উপজেলায় অদ্য ০৫/১১/২০২৩ খ্রিঃ তারিখে ২০২৩-২৪ খ্রিঃ অর্থবছরের রবি/২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মুগ ও  বোরো (হাইব্রিড ও উফশী) ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে  উপরোক্ত ০৭ টি ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
 মৌলভীবাজার সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব নাসরিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব নেছার আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ কামাল হোসেন। 
কৃষি সম্প্রসারণ অফিসার জনাব ইলিয়াস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার জনাব এস. এম. নাগিব মাহফুজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র দপ্তরের সকল উপসহকারী কৃষি অফিসারবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী প্রায় ৩০০ জন কৃষক/কৃষাণী। 
এই প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক বিঘা জমি আবাদের জন্য প্রয়োজনীয় পরিমাণ বীজ, ডিএপি ও এমওপি সার দেওয়া হবে।
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/11/2023
আর্কাইভ তারিখ
15/03/2024